January 13, 2025, 5:39 am

সংবাদ শিরোনাম

এই ইংল্যান্ড ভিন্ন দল: প্লানকেট

এই ইংল্যান্ড ভিন্ন দল: প্লানকেট

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে অতীতের ইংল্যান্ড দলগুলির চেয়ে ওয়েন মর্গ্যানের নেতৃত্বাধীন বর্তমান দলটিকে আলাদা বলে দাবি করেছেন পেসার লিয়াম প্লানকেট। নিজেদের দিনে স্বাগতিকদের যে কাউকে হারানোর সামর্থ্য আছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ২০০৭ বিশ্বকাপে প্রথম দেশের প্রতিনিধিত্ব করা প্লানকেট মনে করেন, বিশ্বমঞ্চে সত্যিকারের শিরোপার দাবিদার বর্তমান ইংল্যান্ড দলটি।

“অতীতে ইংল্যান্ড দলে থাকা অবস্থায় আমি কখনও বিশ্বকাপ জেতার প্রত্যাশা করিনি।”

“আমাদের অসাধারণ সব খেলোয়াড় ছিল। কিন্তু আমি কখনও ভাবিনি যে আমরা এটা জিতব। আমি এমন সব দলে খেলেছি যেখানে আপনি বিশ্বকাপ জেতার আশা করতেন না এবং মানুষও আশা করত না যে আপনি জিতবেন।”

“কিন্তু এখন সমর্থকরা অনেকটা আশা করছে, এই দল নিয়ে আমরা ম্যাচ ও সিরিজ জিতব।”

সেমি-ফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কাছে প্রাথমিক পর্বে হেরেছিল ইংল্যান্ড। প্রতিপক্ষকে তাই সমীহ করলেও ফাইনালে যেতে আত্মবিশ্বাসী প্লানকেট।

“অস্ট্রেলিয়া দুর্দান্ত একটা দল। তাদের দারুণ সব খেলোয়াড় আছে এবং তারা অভিজ্ঞ।”

“কিন্তু আমাদের আগের দলটির তুলনায় এটা ভিন্ন একটা দল। আর আমাদের নিজেদের দিনে যদি আমরা কিছুটা ভালো ক্রিকেট খেলি, তাহলে আমরা বিশ্বের যে কোনো দলকে হারাতে পারি।”

Share Button

     এ জাতীয় আরো খবর