টি-টেন টুর্নামেন্টের সেমিফাইনালে তামিম ও সাকিবের দল
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ক্রিকেটের নতুন সংস্করণ ‘টি-টেন’-এ প্লে-অফের ম্যাচে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন পাখতুনসের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে তারপরও তার দল পাখতুনস ৬ উইকেটে হারিয়েছে বেঙ্গল টাইগার্সকে। দিনের অন্য প্লে-অফে ব্যাটিং-বোলিং করার সুযোগ পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপরও সাকিবের দল কেরালা কিংস ৮ উইকেটে হারিয়েছে টিম শ্রীলঙ্কাকে। প্লে-অফের ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তামিম ও সাকিবের দল। আজ রাতেই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
শারজাহতে এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেছিলেন তামিম। তবে গতরাতে নিজের দ্বিতীয় ম্যাচে ১০ বলে ৮ রান করে ফিরেন তিনি। তামিম ব্যর্থ হলেও জয়ের জন্য ১২৭ রানের টার্গেট শেষ বলে স্পর্শ করে পাখতুনস।
দলের পক্ষে তিন পাকিস্তানী আহমেদ শেহজাদ ১৭ বলে ৩৮, অধিনায়ক শহিদ আফ্রিদি ১০ বলে ২৩, ফখর জামান ১১ বলে ৩১ ও ইংল্যান্ডের লিয়াম ডসন ৫ বলে অপরাজিত ১৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের ২৬ বলে অপরাজিত ৬৮ রানের সুবাদে ২ উইকেটে ১২৬ রান করে বেঙ্গল টাইগার্স। বাসস।