January 13, 2025, 8:05 am

সংবাদ শিরোনাম

প্রতিপক্ষ নিউ জিল্যান্ড অচেনা নয় ভারতের

প্রতিপক্ষ নিউ জিল্যান্ড অচেনা নয় ভারতের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ভারত ও নিউ জিল্যান্ডের ম্যাচ বিশ্বকাপের প্রাথমিক পর্বে বৃষ্টিতে ভেসে গেছে । তবে শেষ চারের প্রতিপক্ষকে নিয়ে অজানা কিছু নেই বলে জানালেন ভারতের সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার। আর প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের কাজটা ঠিকমতো করায় জোর দিলেন তিনি।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল। চলতি বছরের শুরুতে নিউ জিল্যান্ডে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে ভারত। টি-টোয়েন্টি সিরিজেও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বিরাট কোহলির দল। অবশ্য বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ছয় উইকেটে জিতেছিল কেন উইলিয়ামসনের দল। বাঙ্গার এসব ম্যাচের উদাহরণই দিলেন।

“এটা খুব বেশি আগের কথা নয় যে আমরা নিউ জিল্যান্ডে পুরো একটা সিরিজ খেলেছিলাম।”

“আমরা আগের চেয়ে ভালো করতে মুখিয়ে আছি। এই মুহূর্তে আমরা যা করছি তাই করে যাওয়াটা দরকার।”

“আমরা যদি আমাদের অভ্যন্তরীণ মানদণ্ড স্পর্শ করতে পারি, তাহলে আমরা আমাদের সেরাটা খেলব। আর সেটা করাই আমাদের লক্ষ্য।”

এজবাস্টনে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় আরেক সেমি-ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

 

Share Button

     এ জাতীয় আরো খবর