January 13, 2025, 8:24 am

সংবাদ শিরোনাম

অস্ট্রেলিয়া দলে ‘জমজমাট’ সেমি-ফাইনালের আগে চোট শঙ্কা

অস্ট্রেলিয়া দলে ‘জমজমাট’ সেমি-ফাইনালের আগে চোট শঙ্কা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত একটা লড়াই হবে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে দলটির বেশ কয়েক জন খেলোয়াড়ের চোট নিয়ে দুশ্চিন্তা জেগেছে।

প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে হারে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে সেমি-ফাইনালে খেলবে ফিঞ্চের দল।

এজবাস্টনে আগামি বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় স্বাগতিকদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান শন মার্শ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন উসমান খাওয়াজা। পিঠের সমস্যায় ভুগছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি মিচেল স্টার্ককেও শেষ ম্যাচে কিছুটা অস্বস্তিতে দেখা গেছে।

“এই মুহূর্তে উসমান খাওয়াজার অবস্থা ভালো মনে হচ্ছে না। কিন্তু আমদের অপেক্ষা করতে হবে আর দেখতে হবে কি ঘটে। সকালে (রোববার) তার চোট পাওয়া জায়গায় স্ক্যান করা হবে। তাতে যে ফল পাওয়া যাবে তার ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে আসব।”

“স্টয়নিসের ব্যাপারে আমরা নিশ্চিত নই। এই মুহূর্তে সে ভালো বোধ করছে। কিন্তু যতক্ষণ না আপনি চূড়ান্ত স্ক্যান না করাবেন, এটা বোঝা কঠিন।”

ফাইনালে ওঠার মঞ্চে উপভোগ্য লড়াই হবে বলে মনে করেন ফিঞ্চ।

“দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে। একটা বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের চেয়ে বড় আর কিছু হতে পারে না।”

 

Share Button

     এ জাতীয় আরো খবর