January 13, 2025, 8:08 am

সংবাদ শিরোনাম

আমার ভবিষ্যৎ পরিকল্পনা, অবশ্যই বাড়ি ফেরা

আমার ভবিষ্যৎ পরিকল্পনা, অবশ্যই বাড়ি ফেরা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অবধারিতই ছিল প্রশ্নটি । দুই দফায় সেটি উঠল। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একবার। সংবাদ সম্মেলনে তো বটেই। মাশরাফি বিন মুর্তজা উত্তর দিলেন ছোট্ট করে। অবসর নেবেন নাকি চালিয়ে যাবেন খেলা, দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগেই মাশরাফি বলে এসেছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন কিনা, সেই প্রশ্ন গত কয়েকদিনে অধিনায়ককে শুনতে হয়েছে বেশ কয়েকবার।

শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর সংবাদ সম্মেলনে আবার জানতে চাওয়া হলো তার ভবিষ্যৎ পরিকল্পনা। মাশরাফির উত্তর, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, “অবশ্যই বাড়ি ফেরা। যাওয়ার পর ভেবে দেখব।”

তার আগে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ধারাভাষ্যকার রমিজ রাজার প্রশ্ন ছিল, রাজনীতিতে জড়ানোর পর বিশ্বকাপ শেষে মাশরাফি খেলা চালিয়ে যাবেন কিনা। সেখানেও উত্তর ছিল একই রকম।

“দেশে ফিরে আমি ক্যারিয়ার নিয়ে ভাবব। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

রোববার লন্ডন সময় রাত সোয়া দশটায় দেশের উদ্দেশে রওনা হবে দল। ঢাকায় পৌঁছার কথা পরদিন বিকেল সোয়া ৫টায়।

Share Button

     এ জাতীয় আরো খবর