ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
জয়ের স্বাদ নিয়েই ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেন’এ যাত্রা শুরু হলো বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসানের। বৃহস্পতিবার রাতে শারজায় সাকিবের দল কেরালা কিংস ৮ উইকেটে হারায় বেঙ্গল টাইগার্সকে।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সাকিবের দল কেরালা কিংস। ১০ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে বেঙ্গল টাইগার্স। দলের পক্ষে দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের দুই খেলোয়াড় আন্দ্রে ফ্লেচার অপরাজিত ৩২ ও জনসন চার্লস ৩৩ রান করেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার অপরাজিত ১৭ রান করেন। বাংলাদেশের সাকিব ১ ওভার বোলিং করে ৫ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন।
৮৭ রানের জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিং-এর অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ১২ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় কেরালা কিংস। ১০টি চার ও ৩টি ছক্কায় মাত্র ২৭ বলে অপরাজিত ৬৬ রান করেন ম্যাচ সেরা স্ট্রার্লিং।