নিষ্ক্রিয় করা সম্ভব নয় মেসিকে: তিতে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করা সম্ভব নয় বলে মনে করেন ব্রাজিল কোচ তিতে। কোপা আমেরিকার সেমি-ফাইনাল সামনে রেখে স্বাগতিক দলের কোচ জানালেন শুধু মেসি নয়, আর্জেন্টিনাকে আটকে রাখার পরিকল্পনার কথা।
বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে লাতিন আমেরিকার ফুটবলের দুই পরাশক্তি।
আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি ব্রাজিলের আসরে গ্রুপ পর্ব ও কোয়ার্টার-ফাইনাল মিলিয়ে খেলা চার ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র এক গোল করেন প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পেনাল্টি থেকে।
ব্রাজিল ডিফেন্ডার চিয়াগো সিলভা এরইমধ্যে ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা মেসিকে কড়া পাহারায় রাখার। সোমবার সংবাদ সম্মেলনে তিতে জানালেন তার পরিকল্পনা। তবে নিজের আক্রমণভাগেও আস্থা রাখছেন ব্রাজিল কোচ।
“আপনি মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে পারবেন না। আপনি তার সক্ষমতা হয়তো কিছুটা কমিয়ে রাখতে পারবেন, কিন্তু এই পর্যায়ের খেলোয়াড়কে নিষ্ক্রিয় করতে পারবেন না। তেমনি আপনি কৌতিনিয়ো, ফিরমিনো, উইলিয়ান, দাভিদ নেরেসকে নিষ্ক্রিয় করতে পারবেন না। কিছু সময় তারাও কিছু তৈরি করবে।”
আর্জেন্টিনার আক্রমণভাগের আরেক খেলোয়াড় সের্হিও আগুয়েরোও গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। তবে তিতে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নয়, আর্জেন্টিনা দলকে নিয়ে ভাবার পক্ষে।
“কোনো সন্দেহ নেই আর্জেন্টিনা দলে দারুণ মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাদের অনেক বৈচিত্র এবং নামকরা খেলোয়াড় আছে। আমাদেরও আছে।”
“পুরো দল শুধু গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট একজন বা অন্য কোনো খেলোয়াড়ের বিপক্ষে খেলা আমি প্রাধান্য দেই না। গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিয়ে গড়া একটা দলকে নিয়ে আমরা কথা বলছি।”