টি-১০ ক্রিকেটের শুরুতে হ্যাটট্রিক আফ্রিদির
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
প্রথম টি-১০ ক্রিকেটের প্রথম দিনেই হ্যাটট্রিক করেছেন শহিদ আফ্রিদি। মারাঠা অ্যারাবিয়ান্সের বিপক্ষে জিতেছে তার দল পাখতুনস। এর আগে উদ্বোধনী ম্যাচে বেঙ্গল টাইগার্সকে হারিয়েছে সাকিব আল হাসানের কেরালা কিংস।
বৃহস্পতিবার রাতে শারজাহতে যাত্রা শুরু হলো আলোচিত টি-১০ ক্রিকেটের প্রথম আসরের। প্রথম ম্যাচে বেঙ্গল টাইগার্সকে ৮ উইকেটে হারিয়েছে কেরালা কিংস।
১০ ওভারের ম্যাচে প্রতি বোলার সর্বোচ্চ করতে পারেন ২ ওভার। ১ ওভারে মাত্র ৫ রান দিলেও সাকিবকে আর বোলিংয়ে আনেননি কেরালা অধিনায়ক ওয়েন মর্গ্যান।
১০ ওভারে মাত্র ১ উইকেট হারালেও বেঙ্গল টাইগার্স করতে পারে ৮৬ রান। ২৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন আন্দ্রে ফ্লেচার। ২৭ বলে ৩৩ করেন জনসন চার্লস। ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।
স্টার্লিংয়ের তা-বে কেরালা এই রান পেরিয়ে যায় ৮ ওভারেই। চাডউইক ওয়ালটন (০) ও মর্গ্যান (১১) শুরুতে আউট হলেও পোলার্ডকে নিয়ে দলকে জেতান স্টার্লিং। ১০ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন স্টার্লিং। ব্যাটিংয়ে নামতে হয়নি সাকিবকে।
দ্বিতীয় ম্যাচে মারাঠা অ্যারাবিয়ান্সকে ২৫ রানে হারায় পাখতুনস। প্রথম ওভারেই ডোয়াইন স্মিথ ও আহমেদ শেহজাদকে হারিয়ে বিপদে পড়েছিল পাখতুনস। তিনে নেমে ফখর জামান করেন ২২ বলে অপরাজিত ৪৫। চারে নেমে ২৩ বলে ৪৪ লিয়াম ডসন। ১০ ওভারে পাখতুনস করে ৪ উইকেটে ১২১ রান।
রান তাড়ায় মোহাম্মদ ইরফানের করা দ্বিতীয় ওভারেই কামরান আকমল ও লেন্ডল সিমন্সকে হারায় মারাঠা।
পঞ্চম ওভারে হ্যাটট্রিক করে তাদের আরও বিপদে ফেলে দেন আফ্রিদি। বল হাতে নিয়ে নিজের প্রথম তিন বলেই ফেরান রাইলি রুশো, ডোয়াইন ব্রাভো ও অনেক দিন পর মাঠে নামা বিরেন্দর শেবাগকে।
২৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন মারাঠা ওপেনার অ্যালেক্স হেলস। কিন্তু ১০ ওভারে ৯৬ রানের বেশি করতে পারেনি তার দল।
পাখতুনস দলের হয়েই খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার তামিম ইকবাল। বিসিবির শুনানির কারণে খেলতে পারেননি প্রথম ম্যাচে। শুক্রবার দ্বিতীয় ম্যাচে খেলার কথা তার।