January 13, 2025, 1:42 pm

সংবাদ শিরোনাম

বেয়ারস্টো এখনও উন্নতির সুযোগ দেখছেন

বেয়ারস্টো এখনও উন্নতির সুযোগ দেখছেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে দল পরিপূর্ণ পারফরম্যান্সের সবচেয়ে কাছে এসেছে বলে মনে করেন ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে আগামি ম্যাচে আরও উন্নতির সুযোগ দেখছেন তিনি।

বার্মিংহ্যামের এজবাস্টনে রোববার ৩১ রানে জিতে ইংল্যান্ড। ৩৩৮ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে ৩০৬ রান করে ভারত। ১০৯ বলে ৬ ছক্কা ও ১০ চারে ১১১ রানের দারুণ এক ইনিংসে ম্যাচ সেরা হন বেয়ারস্টো।

গত রোববার সবকিছু ঠিকঠাক হয়েছে। আমাদের আজকের পারফরম্যান্স প্রায় পরিপূর্ণ ছিল। ভিত্তিটা গড়ে দেওয়া জরুরি ছিল।”

আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। ঐ ম্যাচে জয় পেলে সরাসরি সেমি-ফাইনাল পৌঁছে যাবে ওয়েন মর্গ্যানের দল। হারলে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলাফলের ওপর। টুর্নামেন্টের বাকিটা সময়ে আরও ভালো খেলতে চান বেয়ারস্টো।

“এটা আমাদের খেলোয়াড়দের জন্য হতাশার, আমরা জানি কতটা ভালো আমরা খেলতে পারি। আর (রোববার) আমরা ব্যাট ও বল হাতে এবং ফিল্ডিংয়ে খুব ভালো করলাম।”

“কিন্তু এখনও কিছু বিষয়ে আমরা উন্নতি করতে পারি এবং জিততেই হবে এখনও এমন তিনটে ম্যাচে আমাদের বাকি আছে। এ পর্যন্ত নিউ জিল্যান্ড দুর্দান্ত খেলেছে।”

 

Share Button

     এ জাতীয় আরো খবর