January 13, 2025, 1:53 pm

সংবাদ শিরোনাম

পিটারসেন ভারতকে এভাবে খোঁচা দিলেন

পিটারসেন ভারতকে এভাবে খোঁচা দিলেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আজ ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে ভারতকে দারুণ এক খোঁচাই মেরেছেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন।

পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনায় আছেন কেভিন পিটারসেন। নিত্যনতুন টুইট করে নিজের মতামত জানাতে কখনো দ্বিধা করেন না। এবার ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে আরেকটি মজার টুইট করেছেন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান। খালি চোখে সেটিকে নিতান্তই সাধারণ একটি টুইট মনে হতে পারে, কিন্তু আদতে টুইটের মাধ্যমে ভারতকে খোঁচাই দিয়েছেন পিটারসেন।

বিশ্বকাপের আগে তরুণ সেনসেশন ঋষভ পন্তকে দলে চেয়ে নিজেদের মত জানিয়েছিলেন অনেক বিশেষজ্ঞই। সে দলে ছিলেন পিটারসেনও। কিন্তু ভারতের নির্বাচকেরা সে পথে হাঁটেননি, বেছে নিয়েছিলেন বিজয় শংকরকে। কিন্তু বিশ্বকাপের মাঝপথে ওপেনার শিখর ধাওয়ান চোটে পড়লে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত হন ঋষভ।

ধাওয়ান ছিটকে যাওয়ার পরপরই গত ১১ জুন টুইট করে ঋষভকে দলে নেওয়ার দাবি জানিয়েছিলেন পিটারসেন। টুইটে বলেছিলেন, ‘বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে শিখর। পন্তকে যত দ্রুত সম্ভব ইংল্যান্ডের উড়োজাহাজে তোলার ব্যবস্থা করা হোক। কেএল রাহুল ওপেনিংয়ে নামবে, আর পন্ত খেলবে চারে।’

কিন্তু আজ ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে সুর একদমই পাল্টে ফেলেছেন ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ খেলা পিটারসেন। ঋষভ নয়, বরং চার নম্বরে বিজয় শংকরকেই চাইছেন তিনি! ভারতের কোচ ও অধিনায়ককে উদ্দেশ্য করে আজ এক টুইটে তিনি বলেছেন, ‘প্রিয় বিরাট (কোহলি) ও রবি (শাস্ত্রী), দয়া করে বিজয় শংকরকে দল থেকে বাদ দিয়ো না। আমার মনে হচ্ছে, সে ধীরে ধীরে নিজের সেরাটা দেখাতে শুরু করেছে। আজ ম্যাচটাও সেই তোমাদের জেতাবে। পন্তের চিন্তা মাথাতেই এনো না। বিশ্বকাপ দল ঢোকার আগে পন্তের আরও অন্তত তিন সপ্তাহের প্রস্তুতি দরকার।’আজ ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ। সে ম্যাচে ভারত যত দুর্বল দল নামায় ইংল্যান্ডের জন্য তত ভালো। এ কারণেই পিটারসেন হঠাৎ করেই ভারতে দলে শংকরকে চাচ্ছেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং ভারতকে দারুণ এক খোঁচাই দিয়েছেন এই টুইটের মাধ্যমে। দল নির্বাচনের সময় ভারতের প্রধান নির্বাচক বিজয় শংকরকে দলে নেওয়ার যৌক্তিকতা বোঝাতে গিয়ে বলেছিলেন, ‘ত্রিমাত্রিক’ খেলোয়াড় হওয়ার কারণেই শংকরকে দলে নেওয়া। কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের প্রতিভার প্রমাণ এখনো দিতে পারেননি শংকর। বিশ্বকাপে এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন শংকর। কোনো ম্যাচেই ব্যাটে বলে কিছু করে দেখাতে পারেননি। তিন ম্যাচ মিলিয়ে রান করেছেন মাত্র ৫৮। এমন না যে শেষ দিকে নামছেন বলে রান করার সুযোগ পাচ্ছেন না। পাকিস্তান ম্যাচ বাদে বাকি দুই ম্যাচেই চারে নেমেছেন, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি একটিতেও।

বল হাতেও নিজের কার্যকারিতা বোঝাতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে ২ উইকেট পেয়েছিলেন, বাকি দুই ম্যাচে তাঁর হাতে বলই দেননি অধিনায়ক কোহলি! যে আশা নিয়ে শংকরকে দলে নিয়েছিল ভারত, সেটি যে এখনো পর্যন্ত পূরণ হয়নি, সেটি তাঁর পারফরম্যান্সেই পরিষ্কার। অন্যদিকে ঋষভকে ভাবা হচ্ছে ভবিষ্যতের তারকা। টানা দুই মৌসুম আইপিএল মাতিয়েছেন, ইংল্যান্ডে এসে অভিষেক টেস্ট সিরিজে করেছিলেন দারুণ একটি সেঞ্চুরিও। চারে সুযোগ পেলে ঋষভ যে বড় ইনিংস খেলতে সক্ষম, সেটি তাই ভালোই জানা আছে পিটারসেনের। আর সে কারণেই ভারতের দুর্বল জায়গা নিয়ে এমনভাবে খোঁচা দিলেন পিটারসেন!

 

Share Button

     এ জাতীয় আরো খবর