January 13, 2025, 1:31 pm

সংবাদ শিরোনাম

কোহলিকে আউট করতে চান মইন

কোহলিকে আউট করতে চান মইন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে চান ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি।

এজবাস্টনে রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। নিজেদের শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমি-ফাইনালের লড়াইটা খানিকটা কঠিন করে তুলেছে ওয়েন মর্গ্যানের দল।

গার্ডিয়ান পত্রিকায় লেখা এক কলামে আইপিএলে একই দলে খেলা কোহলির সঙ্গে দারুণ সম্পর্কের কথা উল্লেখ করেন মইন।

“অনূর্ধ্ব-১৯ থেকেই আমরা একে অপরকে চিনি। কিন্তু গত দুই বছরে, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি।”

“বিরাট জানে যে সে ভারতের জন্য রান করতে মাঠে নামে, আর আমি এখানে আছি তাকে আউট করতে (অথবা নিজে কিছু রান করতে)। তার মতো একজন খেলোয়াড়কে আউট করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তা করার চেষ্টা করেও আপনি তার বন্ধু থাকতে পারেন। ৃ পারস্পরিক শ্রদ্ধাটা এখানে মূল।”

Share Button

     এ জাতীয় আরো খবর