ফিটনেস টেস্টের ব্যর্থতায় শামি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
গত বছর ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে ভারত দল থেকে বাদ পড়ার পর এ নিয়ে অনেক কাজ করার কথা জানিয়েছেন মোহাম্মদ শামি। আর মূলত এ কারণেই এখন সাফল্য পাচ্ছেন বলে মনে করেন ভারতীয় এই পেসার।
চলতি বিশ্বকাপে ভারতের প্রথম চার ম্যাচে একাদশে জায়গা পাননি শামি। পাকিস্তানের বিপক্ষে ভুবনেশ্বর কুমার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পান ২৮ বছর বয়সী এই পেসার। সে ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নিয়েছেন চার উইকেট।
ফিটনেস ভালো হওয়ায় নিজের ওপর আস্থা বেড়েছে বলে জানান শামি।
“আমি অকৃতকার্য হয়েছিলাম (ইয়ো-ইয়ো টেস্ট), এটা সত্যি। আমি আমার ফিটনেসের অনেক উন্নতি করেছি।”
“আমি ভালো অবস্থায় আছি, ওজন কমিয়েছি, ভালো ছন্দ আছি। সবকিছুই ভালোভাবে এগোচ্ছে।”
“এর সঙ্গে ৃ ক্লান্তি কমেছে। তাই নিশ্চিত করেই গতি বাড়বে। আমার নিজের উপর পুরো বিশ্বাস আছে যে উইকেট যেমনই হোক আমি আমার সামর্থ্য মেলে ধরতে পারব।”
এজবাস্টনে আগামি রোববার স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।