ভারত ইচ্ছে করে বাংলাদেশের কাছে হারবে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আগামী ২ জুলাই ভারত-বাংলাদেশ ম্যাচ। আর সেই ম্যাচে নাকি ভারতীয় দল ইচ্ছে করে বাংলাদেশের কাছে হারবে। এমনই অদ্ভুত দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলী।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্দে জিততে পারলেই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা নিশ্চিত ভারতের। বাসিত আলী মনে করছেন, ভারতের যেহেতু সেমিফাইনাল নিশ্চিত তাই এবার কোহলিরা পাকিস্তানের রাস্তা আটকাতে চাইবেন। তিনি বলেছেন, পাকিস্তানে যাতে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে না পারে তার জন্য ভারতীয় ক্রিকেটাররা সবরকম চেষ্টা করবেন।
বাসিত আলী বলেছেন, ওরা কখনওই চাইবে না, পাকিস্তান সেমিফাইনাল খেলুক। এখনও পর্যন্ত বিশ্বকাপে পাঁচটা ম্যাচ জিতেছে ভারত। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ওরা কেমনভাবে খেলেছে সেটা সবাই দেখেছে। আলাদা করে বলার দরকার নেই।
নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে ফের সেমিফাইনাল খেলার আশা জাগিয়ে তুলেছে পাকিস্তান। পরের প্রতিটি ম্যাচ পাকিস্তানকে জিততে হবে। একইসঙ্গে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে সরফরাজদের। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে ভারত হারলেই পাকিস্তানের সেমিফাইনাল খেলার আশা শেষ।