January 13, 2025, 1:47 pm

সংবাদ শিরোনাম

ভারতের বিপক্ষে জেতা সম্ভব: সৌম্য

ভারতের বিপক্ষে জেতা সম্ভব: সৌম্য

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। যদিও এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে জয়ের কথাই শুনিয়েছেন সৌম্য সরকার।

বার্মিংহামে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামি ২ জুলাই এজবাস্টনে মুখোমুখি হবে দল দুটি। মাঠে নামার আগেই অবশ্য দুই দলের ক্রিকেট ভক্তদের কথার লড়াই শুরু হয়ে গেছে। বাংলাদেশের খেলোয়াড়রা অবশ্য এখন বিশ্রামে। ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরবে ৩০ জুন। আপাতত যে যার মতো করে সময় কাটাচ্ছেন। বেশিরভাগ ক্রিকেটার বার্মিংহামের বাইরে। টিম হোটেল হায়াত রিজেন্সিতে সৌম্যের সঙ্গে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক।

বৃহস্পতিবার সকালে টিম হোটেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সৌম্য। সেখানে তার কণ্ঠে ছিল ভারতকে হারানোর দৃঢ় বিশ্বাস। ভারত ম্যাচ নিয়ে এই ওপেনারের বক্তব্য, ‘ওরা এগিয়ে আছে আমরা যদি এটা চিন্তা করে খেলতে নামি, তাহলে আগেই পিছিয়ে যাবো। জেতার মানসিকতা নিয়ে নামতে হবে। আমরা এখনও সেমিফাইনালের দৌড়ে আছি। নেতিবাচক চিন্তা না করে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে ওদের সঙ্গে জেতা সম্ভব এবং আমরাই জিতবো।’

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সঙ্গে বোলিংটাও দারুণ। যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, জসপ্রীৎ বুমরা ও ভুবেনেশ্বর কুমারকে নিয়ে গড়া তাদের ভয়ঙ্কর বোলিং আক্রমণ। ভারতের বোলিং আক্রমণ নিয়ে সৌম্যর বক্তব্য, ‘ভারতীয় দলে বিশ্বের এক নম্বর পেস বোলার আছে। ওদের স্পিনারও ভালো। তাদের বিপক্ষে আমাদের পরিকল্পনা ভালো হতে হবে। ওই দিন কার বল ভালো হয়, সেগুলো ঠিক করে খেলতে হবে। সব দিন তো সবার ভালো যায় না। এজন্য পিক করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দুই দলের পার্থক্য করতে গিয়ে সৌম্য বললেন, ‘ওরা ভারত, আমরা বাংলাদেশÑএটাই মূল পার্থক্য। মাঠে গিয়ে যারা ভালো খেলবে, তারাই জিতবে। বড় টুর্নামেন্টে কেউ যদি নাম ধরে খেলতে যায়, তাহলে ব্যাকফুটে থাকতে হবে। ওদের শক্তি ও দুর্বল দিকগুলো নিয়ে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জিততে পারবো।’

সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে শেষ দুই ম্যাচ জিতলেই শুধু হবে না, অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশ অবশ্য এসব নিয়ে ভাবতে চায় না। সৌম্যর কথায় তা স্পষ্ট, ‘কে কার সঙ্গে খেলবে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ওটা আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা আমাদের কাজটা করতে চাই, আর সেদিকেই মনোযোগ আমাদের। সামনের ম্যাচ দুটি জিতে আমাদের কাজটা করে রাখতে চাই।’

Share Button

     এ জাতীয় আরো খবর