January 12, 2025, 12:54 am

দি মারিয়া আরও বেশি সময় খেলতে চান

দি মারিয়া আরও বেশি সময় খেলতে চান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ফরাসি লিগ কাপের শেষ ষোলোয় পিএসজির হয়ে দারুণ খেলা আনহেল দি মারিয়া আরও বেশি সময় খেলার সুযোগ পেতে চান।

চলতি মৌসুমে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না দি মারিয়া। আক্রমণভাগে নেইমার, কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানিকে পছন্দ কোচ উনাই এমেরির।

বুধবার রাতে লিগ কাপের শেষ ষোলোয় স্ত্রাসবুরের বিপক্ষে ৪-২ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোল করে নিজের দাবি জোরালো করেছেন দি মারিয়া। এ ছাড়া দ্বাদশ মিনিটে বাঁ-দিক থেকে আর্জেন্টাইন এই উইঙ্গারের ক্রস এক ডিফেন্ডারের পায়ে লেগে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় পিএসজি।

দি মারিয়ার পিএসজি ছাড়ার সম্ভাবনা নিয়ে মাঝে গুঞ্জন উঠেছিল। তবে প্যারিসের ক্লাবটিতে ভালো আছেন বলে জানিয়েছেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।

“প্যারিসে আমি সুখে আছি, তবে এই মৌসুমে নিয়ে তেমন নয়। আমি আরও বেশি খেলতে চাই। তবে বর্তমানে যত মিনিট পাচ্ছি তাতে আমি খুশি এবং প্রমাণ করছি যে আমি শুরুর একাদশের জন্য প্রস্তুত।”

“আমি খেলতে চাই, শুরুর একাদশে থাকতে চাই-এর জন্য আমি সঠিক কাজগুলো করছি। আমি জানি, এই সিদ্ধান্তগুলো কোচ নিয়ে থাকেন। সত্যি বলতে, যদি কেউ এটা নিয়ে ভাবে এবং খুশি না থাকে তাহলে তাদের খেলে প্রমাণ করতে হবে যে তারা শুরু করতে প্রস্তুত।”

Share Button

     এ জাতীয় আরো খবর