January 13, 2025, 11:13 pm

সংবাদ শিরোনাম

বাংলাদেশের প্রশংসায় শোয়েব

বাংলাদেশের প্রশংসায় শোয়েব

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ের পর গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা। এই ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ করে ৩৩৩ রান। পাহাড়সম লক্ষ্যের সামনে দুর্দান্ত লড়াই করেছে টাইগাররা। ম্যাচ হারলেও এখানে ক্রিকেটের জয় হয়েছে।

বাংলাদেশের এমন লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা করেন।রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার লিখেছেন, ‘ফের অবিশ্বাস্য লড়াকু মনোভাবের পরিচয় দিল বাংলাদেশ। কয়েকটি ওভারে তারা কিছু বাড়তি রান দিয়ে ফেলেছে, নাহলে ম্যাচ তাদেরই হতো। বড় লক্ষ্য তাড়া করতে কীভাবে লড়াই করতে হয় তার একটা শিক্ষা দিয়ে গেল বাংলাদেশ।’

বিশ্বকাপে এখনো উপমহাদেশের দুই শক্তিশালী দল ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা বাকি আছে বাংলাদেশের। এই টুইটের মাধ্যমে যেন তাদের জন্য একটি সতর্ক বার্তাও দিলেন শোয়েব।

Share Button

     এ জাতীয় আরো খবর