অন্যরকম হতে পারত সুযোগ নিতে পারলে: মাশরাফি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
পঞ্চম ওভারেই আউট ডেভিড ওয়ার্নার। অ্যারন ফিঞ্চ তাই শট খেলায় সাবধানী। তিনে নামা ব্যাটসম্যানও ভাবছেন অনেক কিছু! নাহ, এমন কিছু ম্যাচে হয়নি। তবে হতে পারত অনায়াসেই, যদি ওয়ার্নারের দেওয়া সুযোগ নেওয়া যেত। ম্যাচ শেষে সেটি পোড়াচ্ছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
মাশরাফির বলেই ১০ রানে পয়েন্টে সাব্বির রহমানের কাছে ক্যাচ দিয়ে বেঁচে যান ওয়ার্নার। সাব্বিরের সামনে সুযোগ এসেছিল ৭০ রানে ওয়ার্নারকে রান আউট করারও। সেই ওয়ার্নার শেষ আউট হয়েছেন ৪৫তম ওভারে। নামের পাশে তখন ১৪৭ বলে ১৬৬ রান!
ম্যাচ শেষে পারফরম্যান্সের কাঁটাছেড়ায় অধিনায়ক আক্ষেপ করলেন, সুযোগ হাতছাড়া করায়।
“কিছু সুযোগ আমরা সৃষ্টি করতে পেরেছিলাম। এই ধরনের ম্যাচে ওসব সুযোগ নিতেই হবে। বরং হাফচান্সগুলোও ফুল করে নিতে হয়। ওই সুযোগ নিতে পারলে হয়তো অন্যরকম কিছু হতে পারত। ডেভিড ওয়ার্নার পরে দেড়শর বেশি রান করেছে আরও।”
ক্যাচ ও রান আউটের সুযোগ হাতছাড়া করা ছাড়াও এ দিন দলের ফিল্ডিং ছিল বেশ বাজে। এজন্যও বাড়তি রান গুনতে হয়েছে বেশ কিছু।