পুরুষরা বলিউডে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন!
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
সব সময় সোজাসুজি কথা বলতে ভালবাসেন তিনি। আর ট্রেন্ডিং টপিক হলে তো চালিয়ে খেলাই তাঁর পছন্দ। তিনি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সেই নমুনা সম্প্রতি ফের দেখিয়েছেন নায়িকা। এক সাক্ষাৎকারে বলিউডের ‘ক্যাট ফাইট’ নিয়ে সোনাক্ষীকে প্রশ্ন করা হয়। নায়িকা পাল্টা প্রশ্ন করেন, এ ধরনের প্রশ্ন শুধু মেয়েদেরই করা হয় কেন? সোনাক্ষী শেয়ার করেছেন বলিউডের অন্দরের কথা।
তাঁর দাবি, বলিউডে পুরুষরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে তাঁরা নাকি অনেক বেশি গসিপ করেন। এমনকী কখনও কখনও পুরুষদের গসিপ মেয়েদেরকেও নাকি হার মানায়! সোনাক্ষীর এই স্বীকারোক্তিতে নতুন জল্পনা শুরু হয়েছে বলি মহলে। অনেকই বলছেন, পুরুষ হোক বা নারী, গসিপ সকলেই করেন। তবে পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন, এমন মন্তব্য নিয়ে আপত্তি তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সেই বিতর্কে অবশ্য পাত্তা দিতে নারাজ সোনাক্ষী।