July 5, 2024, 4:18 pm

সংবাদ শিরোনাম
রংপুর মিঠাপুকুরে সেফটিক ট্যাংকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু অনুমোদনহীন বৃক্ষ মেলার নামে চলছে বিনোদন ও বানিজ্য মেলা।অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কুলাউড়ার রাবেয়া প্রাথমিকের বন্যার্তদের মাঝে বিএনপির ফ্রি ঔষধ বিতরণ মানবিক কাজে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে আছে –এডঃ এহসানুল মাহবুব জুবায়ের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা রংপুর বিভাগে ৩য় ও ৪র্থ ধাপের উপজেলা পরিষদে নির্বাচিতদের শপথ গ্রহণ নবীগঞ্জের এক শিশু লেখা পড়া করে শিক্ষিত হতে চায়- টাকার অভাবে স্কুল ফাঁকি দিয়ে শাক- সবজি বিক্রয় করছে! ফরিদপুরের নগরকান্দা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি সোহান শেখ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ জয়ন্তী আইডিয়াল ল্যাবঃ মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ধরা পড়ল ৪ ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপার

নতুন ছবিতে সোহানা সাবা

নতুন ছবিতে সোহানা সাবা
ডিটেকটিভ ডেস্ক
মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’ এবং সর্বশেষ গেল বছর টলিউডের ‘ষড়রিপু’। এসব ছবি দিয়ে দর্শক হৃদয়ে নানা সময়ে দাগ কেটেছেন অভিনেত্রী সোহানা সাবা।

তার অভিনীত ছবিগুলোতেও ভিন্নতার ছোঁয়া পাওয়া যায়। এবার নতুন ছবির খবর দিলেন তিনি। সোহানা সাবা গতকাল বলেন, নতুন একটি ছবির কাজে চুক্তিবদ্ধ হয়েছি। ছবির নাম ‘আব্বাস ওটু’।

ছবিটি পরিচালনা করবেন সাইফ চন্দন। ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন নিরব। ‘আব্বাস ওটু’ গল্পে থাকছে অ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেল। লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিতব্য এ ছবিটির চিত্রনাট্য লিখেছেন জসিম উদ্দিন। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। আব্বাস নামের একটি ছেলের জীবনযাপন ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে ছবিটির গল্প গড়ে উঠেছে বলে জানিয়েছেন ছবির নির্মাতা সাইফ চন্দন।

বাংলাদেশের পুরান ঢাকা, চাঁদপুর এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয়ের জন্য সাবা দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নিয়ে সম্মান বয়ে আনেন। অর্জন করেন বেশকিছু পুরস্কার। ২০০৪ সালে ‘আয়না’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এই অভিনেত্রীর।

বর্তমানে সীমানা ছাড়িয়ে ওপারের ছবিতেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। এরইমধ্যে অয়ন চক্রবর্তীর পরিচালনায় কলকাতার ‘ষড়রিপু’ ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্তের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়ান। এ ছাড়া সাবা সমপ্রতি শেষ করেছেন কলকাতার একটি নতুন ছবির কাজ। নাম ‘এপার ওপার’। ছিটমহল ইস্যু নিয়ে এর গল্প বিস্তৃত হয়েছে। এখানে সাবার বিপরীতে ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর