January 15, 2025, 10:46 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নতুন ছবিতে সোহানা সাবা

নতুন ছবিতে সোহানা সাবা
ডিটেকটিভ ডেস্ক
মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’ এবং সর্বশেষ গেল বছর টলিউডের ‘ষড়রিপু’। এসব ছবি দিয়ে দর্শক হৃদয়ে নানা সময়ে দাগ কেটেছেন অভিনেত্রী সোহানা সাবা।

তার অভিনীত ছবিগুলোতেও ভিন্নতার ছোঁয়া পাওয়া যায়। এবার নতুন ছবির খবর দিলেন তিনি। সোহানা সাবা গতকাল বলেন, নতুন একটি ছবির কাজে চুক্তিবদ্ধ হয়েছি। ছবির নাম ‘আব্বাস ওটু’।

ছবিটি পরিচালনা করবেন সাইফ চন্দন। ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন নিরব। ‘আব্বাস ওটু’ গল্পে থাকছে অ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেল। লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিতব্য এ ছবিটির চিত্রনাট্য লিখেছেন জসিম উদ্দিন। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। আব্বাস নামের একটি ছেলের জীবনযাপন ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে ছবিটির গল্প গড়ে উঠেছে বলে জানিয়েছেন ছবির নির্মাতা সাইফ চন্দন।

বাংলাদেশের পুরান ঢাকা, চাঁদপুর এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয়ের জন্য সাবা দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নিয়ে সম্মান বয়ে আনেন। অর্জন করেন বেশকিছু পুরস্কার। ২০০৪ সালে ‘আয়না’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এই অভিনেত্রীর।

বর্তমানে সীমানা ছাড়িয়ে ওপারের ছবিতেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। এরইমধ্যে অয়ন চক্রবর্তীর পরিচালনায় কলকাতার ‘ষড়রিপু’ ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্তের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়ান। এ ছাড়া সাবা সমপ্রতি শেষ করেছেন কলকাতার একটি নতুন ছবির কাজ। নাম ‘এপার ওপার’। ছিটমহল ইস্যু নিয়ে এর গল্প বিস্তৃত হয়েছে। এখানে সাবার বিপরীতে ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর