January 15, 2025, 11:47 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটে মেলার অন্তহীন অভিযোগ

সুয়েবুর রাহমান সাজু,সিলেটঃ

 মাস দুই একের ব্যবধানে সিলেট নগরির চেম্ভার অফ কমার্সের আয়জনে

প্রতিকি ছবি

আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক বানিজ্য মেলা।এ নিয়ে ভোক্তভুগীদের প্রশ্ন। ,

১।খেলার মাঠে কেন এত মেলা ?
২।মেলার পার্কিং কেন হাস্পাতালের আঙিনায়?

উল্ল্বখ্য, শেখ রাসেল মিনি স্টিডিয়াম নামের উন্মুক্ত এই খেলার মাঠে  ২ মাসের ব্যবধানে আবারও মেলার কার্যক্রম শুরু হয়েছে ।মেলার আয়োজ়নের প্রসংগে ,যেমন স্থানীদের অভিযোগ তেমনি পাশের সিলেটের একমাত্র সংক্রামক ব্যাধি হাস্পাতালের কর্তিপক্ষের ও অভিযোগ।হাস্পাতালের গেটের সীমানা প্রাচীর নির্মানের প্রলোভন ও ক্ষমতাবান নেতাদের ভয় দেখিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করেন মেলার অসাধু কয়েকজন কর্তপক্ষ।যা বাধা দিয়ে ও ঠেকানো সম্ভব হয় না।হাস্পাতালের এক কর্তপক্ষ অভিযোগ করেন,
অবৈধ মেলা শুরু হতেই ,হাস্পাতালের আঙিনায় গাড়ির পার্কিং শুরু হয়।ঐ কারণে হাস্পাতালের মুর্মষ্য রুগী ও কর্তব্যরত স্টাফরা যাতায়াতে প্রচন্ড বিপাকে পরতে হয়।মধ্যেরাত পর্যন্ত গাড়ির হন ও পার্কিং কর্তপক্ষের চিৎকারে মুর্মষ্য রোগীদের অসুবিধার ফলে ঘুমের ঔষুধের প্রয়োজন হয়।এমনিতেই ঐ হাস্পাতালের দীর্ঘদিনে গেট নির্মাণ হলেও সীমানা প্রাচীর নির্মাণ হয়নি এখনো ।।রাত হলে মধ্যকসেবীদের দখলে হয়ে যায় হাস্পতালের চথুর্দিক।এছ্ড়া ও গেটের দু পাশে সারিভাবে রিক্সা সাজানো রয়েছে।যার কোণ প্রতিকার নেই।এক প্রশ্নের জবাবে তিনি বলেন,কয়েক দিনের মধ্যে  আবারও মেলা শুরু হচ্ছে ,পার্কিংয়ের ব্যবস্থা এখানেই হবে।কারো কিছুই করার নেই এব্যাপারে।
হাস্পাতালের অভিযোগ নিয়ে মেলার কর্তপক্ষ সৈয়দ আলতাফুর রহমানের (০১৭১২২৪৭৯০১)নাম্ভারে যোগাযোগ করলে অপর প্রান্তে কল রিসিভ হয় নি।তবে গত কাল ,মেলার পার্কিং দখল নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে দুজন আহত সহ তিনটি মোটর সাইকেল ভাঙচুর হওয়া ঘঠনা ঘঠেছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর