January 15, 2025, 2:45 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুপ্ত আগুন’ সিনেমায় সানাই

‘সুপ্ত আগুন’ সিনেমায় সানাই

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউডের নবাগত নায়িকা সানাই অল্প কয়েকদিন পরই মোস্তাফিজুর রহমান বাবুর ‘প্রতিশোধ’ ছবিতে কাজ শুরু করবেন। এ ছবির পর ‘প্রতীক্ষা’ নামেও একটি ছবিতে কাজ শুরু করবেন তিনি। দু’টি ছবিতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করবেন সানাই। তবে এ ছবিগুলোর কাজ শুরু হওয়ার আগে সমপ্রতি আরেকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। নতুন এ ছবির নাম ‘সুপ্ত আগুন’। নতুন ছবি প্রসঙ্গে সানাই বলেন, নতুন এ ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে।

নতুন ছবি ‘সুপ্ত আগুন’-এর ট্যাগলাইন হচ্ছে ‘দ্য হিডেন ফায়ার’। এ ছবিটি পরিচালনা করবেন বাবু সিদ্দিকী। প্রযোজনা করছেন মাসুদ করিম। আশা করি, ছবির কাজ ভালোভাবে শেষ করতে পারব। ‘সুপ্ত আগুন’-এর চিত্রনাট্য লিখছেন আহমেদ ইউসুফ সাবের। ছবিতে ১টি আইটেম গানসহ মোট ৪টি গান থাকবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবির পরিচালক বাবু সিদ্দিকী প্রথমবার বড় পর্দার ছবি পরিচালনা করতে যাচ্ছেন। এর আগে ছোট পর্দার বেশকিছু নাটক পরিচালনা করেছেন তিনি। সানাই আরো বলেন, অ্যাকশন ঘরানার গল্প নিয়েই ছবিটি নির্মিত হতে যাচ্ছে। আমার বিপরীতে কে থাকছেন তা এখনো ঠিক হয়নি। তবে পরিচালক জানিয়েছেন বেশ কয়েকজন গুণী শিল্পী এ ছবিতে কাজ করবেন। আর গল্পটিও আমার আগের ছবির থেকে ভিন্ন। একটা ছবির সঙ্গে দর্শক আরেকটা ছবির কাহিনীর কোনো মিল পাবেন না। প্রতিটি ছবিতে আমি দর্শকদের সামনে নতুন চরিত্র নিয়েই হাজির হতে চাই। নতুন একজন অভিনেত্রী হিসেবে সকলের সহযোগিতা কামনা করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর