ঘর পালানোর গল্প
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
‘এখন এত চিন্তা করে কি হবে, আগে চিন্তা করতে পারো নাই? গার্লফ্রেন্ড নিয়ে ভেগে আসছে তার পকেটে একশ টাকা!’ রেগে গিয়ে এভাবে কথাগুলো বলেন মডেল তাহিরা। দৃশ্যটি ‘তোর ভালোবাসা’ শিরোনামের গানের মিউজিক ভিডিওর। রোমান্টিক ঘরানার এ গানের কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর করেছেন বেলাল খান। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও ঐশি। কক্সবাজারের বিভিন্ন মনোরম পরিবেশে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ হয়েছে। সম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। ঘর পালিয়ে কক্সবাজারে গিয়েছে প্রেমিক-প্রেমিকা। কিন্তু প্রেমিকের পকেটে মাত্র একশো টাকা। প্রেমিকার তাই মন খারাপ। প্রেমিক জানে কীভাবে তার মন ভালো করতে হবে। শুরু হয় সেই চেষ্টা। একসময় প্রেমিকার মন ভালো হয়ে যায়। মনের আনন্দে দু’জন চষে বেড়ায় সাগর-সৈকত। পুরো গানজুড়ে এমন একটি গল্প তৈরি করেছেন মিউজিক ভিডিওটির নির্মাতা সৈকত নাসির। এতে তাহিরা ইয়েশার সঙ্গে জুটি বেঁধেছেন অভি প্রামাণিক।
এবারই প্রথম নয়, এর আগেও একসঙ্গে গান গেয়েছেন বেলাল খান ও ঐশি। তাদের গাওয়া গানগুলো বেশ শ্রোতাপ্রিয়ও হয়েছে।