January 15, 2025, 7:10 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারিকাকে শুটিং বাদ দিতে হয়েছে যে কারণে

সারিকাকে শুটিং বাদ দিতে হয়েছে যে কারণে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঈদের পর যথারীতি শুটিংয়ে ফিরেছিলেন সারিকা। কিন্তু কাজে ফেরার সেই ধারাবাহিকতাটা আর রক্ষা হলো না তার বাবার অসুস্থতার কারণে। সারিকার বাবা সাফিয়ার রহমান ইস্টার্ন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তা নিয়েই বিগত প্রায় দুই সপ্তাহ ভীষণ ব্যস্ত ছিলেন সারিকা। যে কারণে ঢাকায় কয়েকটি এবং নেপালে কয়েকটি নাটকের শুটিংয়ের কাজ তাকে বাদ দিতে হয়।

বাবার পাশেই ছিলেন তিনি সার্বক্ষণিক। সারিকা বলেন, ঈদের পর যথারীতি কাজ শুরু করেছিলাম। কিন্তু হঠাৎ বাবা এমনই অসুস্থ হয়ে পড়েন যে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করাতে হয়। বাবার এমন গুরুতর অবস্থায় বাবার পাশে থাকা ছাড়া কোনো উপায়ও ছিল না। এ ছাড়া আমার মেয়েও কয়েক দিন অসুস্থ ছিল। সব মিলিয়ে গেল কয়েকটা দিন যে কীভাবে কেটেছে তা বলে বুঝাতে পারবো না। যা হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে বাবা এখন ভালো আছেন। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার বাবাকে পুরোপুরি সুস্থ করে দেন।

এদিকে ঈদের পর সারিকা সাখাওয়াত মানিকের নির্দেশনায় ইন্দোনেশিয়ায় তিনটি নাটক টেলিফিল্মের শুটিং সম্পন্ন করেছেন। এরপর দেশে ফিরে নতুন কাজের সিডিউল দিলেও পরে তা বাতিল করতে হয় তাকে বাবারই অসুস্থতার কারণে। গেল ঈদে সারিকা অভিনয় করেছিলেন হানিফ সংকেত, সাখাওয়াত মানিক ও তুহিনের নির্দেশনায় চারটি নাটকে।

Share Button

     এ জাতীয় আরো খবর