আলভেসের পায়ে সফল অস্ত্রোপচার
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
প্যারিসে ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেসের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে পিএসজি এই তথ্য নিশ্চিত করে। গত মে মাসে ফরাসি কাপের ফাইনালে লেস হারবিয়েরসের বিপক্ষে ডান হাঁটুতে পাওয়া চোটে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যান আলভেস। ২০১৮-১৯ মৌসুমের প্রথম অর্ধেকে খেলতে না পারারও শঙ্কা থাকছে ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারের। এর আগে গত মঙ্গলবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, সমর্থকদের অস্ত্রোপচারের খবর জানান আলভেস। আমি সবাইকে তাদের প্রার্থনার জন্য ধন্যবাদ দিতে চাই। আমি কিছুক্ষণ আগে নিজেকে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করেছি। ঈশ্বরকে ধন্যবাদ সবকিছু ঠিকঠাক চলছে। চোটের কারণে রাশিয়া বিশ্বকাপ খেলা হচ্ছে না আলভেসের। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলা এই ডিফেন্ডারের অভাব রাশিয়ায় অনুভব করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।