January 16, 2025, 8:44 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

নিজেদের প্রথম ম্যাচে এশিয়া কাপে নারীদের হার

নিজেদের প্রথম ম্যাচে এশিয়া কাপে নারীদের হার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মালয়েশিয়াতে বসেছে নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টির আসর। তবে শুরুটা হার দিয়েই হলো বাংলাদেশি মেয়েদের। আসরের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কান নারীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সালমা খাতুনরা।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতা এদিনও ভর করেছে টাইগ্রেসদের ওপর। কুয়ালালামপুরে প্রথম ব্যাট করা বাংলাদেশ তাইতো মাত্র ৬৩ রানে গুটিয়ে যায়। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ৩৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে উইকেটে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশি নারীরা। আয়শা রহমান করে সর্বোচ্চ ১১ রান। ১০ রান করে আসরে রুমানা আহমেদ ও নিগার সুলতানার ব্যাট থেকে। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান সুগান্ধিকা কুমারি। এ ছাড়া দুটি করে উইকেট তুলে নেন উদেশিকা পারবোদ্ধানি, রশাদি রানাসিংহে ও ইনোকা রানাভেরা।

জবাবে ব্যাট করতে নেমে ইয়াসোধা মেন্ডিস (২০) ও নিপুনি হানসিকার (২৩) ব্যাটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। তবে খাদিজাতুল কুবরার দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত তা হয়নি। বাংলাদেশের হয়ে খাদিজা সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন। ৪ জুন পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা।

 

Share Button

     এ জাতীয় আরো খবর