ডিভিলিয়ার্সকে শুভকামনা জানালেন আনুশকা
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। আইপিএল-এ ডিভিলিয়ার্স ও বিরাট কোহালির দীর্ঘদিনের সতীর্থ। তাই এই প্রোটিয়া ক্রিকেটার ও তার পরিবার কোহলির স্ত্রী আনুশকারও খুব কাছের।
যে কারণে ভিলিয়ার্সের অবসরের পর চুপ থাকতে পারেননি আনুশকা। ডিভিলিয়ার্স ও তার স্ত্রী ড্যানিয়েলকে ট্যাগ করে টুইট করে শুভ কামনা জানিয়েছেন তিনি। আনুশকা লিখেছেন, ‘জীবনে আমরা যে সার্থক কাজ করি এবং যা অন্যের জীবনের উপর প্রভাব ফেলে, সেটাই প্রাপ্তি। তুমি সবটাই খুব ভালভাবে সামলেছ। তোমাদের জীবন সুখি হোক।’
এর আগে বুধবার টুইটারে একটি ভিডিও পোস্ট করে অবসরের কথা জানান ভিলিয়ার্স। তিনি লিখেছেন, ‘১১৪টি টেস্ট ম্যাচ, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর এ বার অন্য কারও এই দায়িত্ব নেয়ার সময় এসেছে। আমার সময় আমি পাড় করে এসেছি। আমি ক্লান্ত। এটা কঠিন সিদ্ধান্ত ছিল। অনেকটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমি তখনই অবসর নিতে চেয়েছি যখন আমি সেরা ক্রিকেটটা খেলছি।’