October 6, 2024, 4:34 pm

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

রাবিতে এক ছাত্রীর জন্য পরীক্ষা স্থগিত ৪৯ দিন!

রাবি প্রতিনিধিঃ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর অসুস্থতার জন্য মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা ৪৯ দিন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাষা (সংস্কৃত) বিভাগের ২০১২-১৩ সেশনের চলমান মাস্টার্স পরীক্ষায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই ছাত্রীর নাম সুরাইয়া জাহান সুরভী। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী। সুরাইয়া জাহান সুরভী বলেন, ‘আমি অসুস্থ থেকেও প্রথম দুটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার আমাকে পুরোপুরি এক মাস বেড রেস্ট নিতে বলেছেন। এ জন্য আমার বন্ধুরা পরীক্ষা স্থগিত করার জন্য বিভাগের চেয়ারম্যানের কাছে আবেদন করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্যারেরা পরীক্ষা স্থগিত করেছেন। এখানে আমি কোনো দলীয় প্রভাব খাটাইনি।’ ভাষা (সংস্কৃত) বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, ২৮ জানুয়ারি ২০১২-১৩ সেশনের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার রুটিন অনুযায়ী সেদিন এমএ৫০১-সংস্কৃত রূপক-১ কোর্সের পরীক্ষা ছিল। কিন্তু একই দিন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদের প্রাথমিক যাচাই পরীক্ষা থাকায় বিভাগের মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিভাগের মোট ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন সেই যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের চাপেই সেদিনের মাস্টার্স পরীক্ষা নিতে পারেনি বিভাগ। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়। সেদিন এমএ৫০২- সংস্কৃত রূপক-২ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এমএ৫০৩-সংস্কৃত পদ্যকাব্য কোর্সের পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহণ করেই পরদিন ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সুরাইয়া জাহান সুরভী। সেখানে তিনি পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর ১৩ তারিখ তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে নিজ বাড়ি নাটোরে চলে যান। এদিকে হাসপাতালে থাকার কারণে ১২ তারিখের এমএ৫০৪-সংস্কৃত গদ্যকাব্যের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি সুরভীর। সুরভী পরীক্ষায় অংশ নিতে না পারায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর জোড়াজুড়িতে সেদিনের পরীক্ষাও নিতে পারেনি বিভাগ। পরে বিভাগের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা স্থগিত করার জন্য বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেন। ফলে ১৫ তারিখে একাডেমিক কমিটির সভা ডাকেন বিভাগের চেয়ারম্যান। সেদিনের একাডেমিক কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী মার্চের ২৮ তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। সুরভীর সহপাঠী ও রাবি ছাত্রলীগ সদস্য শরিফুল ইসলাম পিন্টু বলেন, ‘সুরভীর চিকিৎসার জন্য ভারত নিতে হবে। তার ভারতে যাওয়া ভিসার প্রসেসিং চলছে। তাই আমরা শিক্ষার্থীরা চেয়ারম্যান স্যারের কাছে পরীক্ষা স্থগিতের আবেদন করেছিলাম।’ এ বিষয়ে ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস বলেন, ‘শিক্ষার্থীদের নিয়েই তো আমাদের ডিপার্টমেন্ট। তাদের ভালো-মন্দ, বর্তমান-ভবিষ্যৎ তো আমাদেরই দেখতে হবে। তাই শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পরীক্ষা স্থগিত করেছি। শুধু আমাদের ডিপার্টমেন্ট নয়, বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টেরই এ বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত।’

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর