February 10, 2025, 12:05 am

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

রাবিতে এক ছাত্রীর জন্য পরীক্ষা স্থগিত ৪৯ দিন!

রাবি প্রতিনিধিঃ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর অসুস্থতার জন্য মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা ৪৯ দিন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাষা (সংস্কৃত) বিভাগের ২০১২-১৩ সেশনের চলমান মাস্টার্স পরীক্ষায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই ছাত্রীর নাম সুরাইয়া জাহান সুরভী। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী। সুরাইয়া জাহান সুরভী বলেন, ‘আমি অসুস্থ থেকেও প্রথম দুটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার আমাকে পুরোপুরি এক মাস বেড রেস্ট নিতে বলেছেন। এ জন্য আমার বন্ধুরা পরীক্ষা স্থগিত করার জন্য বিভাগের চেয়ারম্যানের কাছে আবেদন করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্যারেরা পরীক্ষা স্থগিত করেছেন। এখানে আমি কোনো দলীয় প্রভাব খাটাইনি।’ ভাষা (সংস্কৃত) বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, ২৮ জানুয়ারি ২০১২-১৩ সেশনের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার রুটিন অনুযায়ী সেদিন এমএ৫০১-সংস্কৃত রূপক-১ কোর্সের পরীক্ষা ছিল। কিন্তু একই দিন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদের প্রাথমিক যাচাই পরীক্ষা থাকায় বিভাগের মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিভাগের মোট ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন সেই যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের চাপেই সেদিনের মাস্টার্স পরীক্ষা নিতে পারেনি বিভাগ। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়। সেদিন এমএ৫০২- সংস্কৃত রূপক-২ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এমএ৫০৩-সংস্কৃত পদ্যকাব্য কোর্সের পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহণ করেই পরদিন ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সুরাইয়া জাহান সুরভী। সেখানে তিনি পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর ১৩ তারিখ তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে নিজ বাড়ি নাটোরে চলে যান। এদিকে হাসপাতালে থাকার কারণে ১২ তারিখের এমএ৫০৪-সংস্কৃত গদ্যকাব্যের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি সুরভীর। সুরভী পরীক্ষায় অংশ নিতে না পারায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর জোড়াজুড়িতে সেদিনের পরীক্ষাও নিতে পারেনি বিভাগ। পরে বিভাগের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা স্থগিত করার জন্য বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেন। ফলে ১৫ তারিখে একাডেমিক কমিটির সভা ডাকেন বিভাগের চেয়ারম্যান। সেদিনের একাডেমিক কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী মার্চের ২৮ তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। সুরভীর সহপাঠী ও রাবি ছাত্রলীগ সদস্য শরিফুল ইসলাম পিন্টু বলেন, ‘সুরভীর চিকিৎসার জন্য ভারত নিতে হবে। তার ভারতে যাওয়া ভিসার প্রসেসিং চলছে। তাই আমরা শিক্ষার্থীরা চেয়ারম্যান স্যারের কাছে পরীক্ষা স্থগিতের আবেদন করেছিলাম।’ এ বিষয়ে ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস বলেন, ‘শিক্ষার্থীদের নিয়েই তো আমাদের ডিপার্টমেন্ট। তাদের ভালো-মন্দ, বর্তমান-ভবিষ্যৎ তো আমাদেরই দেখতে হবে। তাই শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পরীক্ষা স্থগিত করেছি। শুধু আমাদের ডিপার্টমেন্ট নয়, বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টেরই এ বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত।’

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর