December 22, 2024, 9:42 pm

সংবাদ শিরোনাম
জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
বড়পুকুরিয়া কয়লা খনি

বড়পুকুরিয়া কয়লা খনির এমডি প্রকৌশলীসহ ১২৫ জন করোনা আক্রান্ত

বড়পুকুরিয়া কয়লা খনির এমডি প্রকৌশলী কামরুজ্জামানসহ ১২৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জন চীনা কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। এ অবস্থায় বাংলাদেশের সাড়ে চারশ’ শ্রমিককে সাধারণ ছুটি দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে খনি থেকে কয়লা উত্তোলন কার্যক্রম।জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনিতে হঠাৎ করেই খনিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। এরই মধ্যেই ৫০ জন চীনা কর্মকর্তা-কর্মচারী ও কয়লা খনির এমডিসহ ৭৫ জন কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে দেশের কিছু শ্রমিকও আক্রান্ত হয়েছেন করোনায়। বাধ্য হয়ে দেশের সাড়ে চারশ’ সাধারণ শ্রমিককে ছুটি দিয়ে বাড়িতে হোম কোয়ারেন্টাইনের জন্য পাঠিয়ে দেওয়া হয়।বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানান, খনিতে কর্মরত চীনা কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এ পর্যন্ত ৫০ জনের মতো করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া পেট্রোবাংলার অধীন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানির ৭৫ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই করোনা উপসর্গ নিয়ে বাসায় অবস্থান করছেন। বাধ্য হয়ে হয়ে দেশের সাড়ে চারশ’ শ্রমিককে ছুটি দিয়ে কয়লা উত্তোলন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

রাশেদ ফারুক
দিনাজপুর

Share Button

     এ জাতীয় আরো খবর