মাসউদ রানা
সাম্য নিরাপত্তা ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বক্ষেত্রে শোষণ ও বৈষম্য দুর করতে জুলাই বিপ্লবে রাজপথে জীবনের মায়া ত্যাগ করে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা ভেবেছিলাম বৈষম্য দূর করতে পারলে সমতা, ন্যায়তা প্রতিষ্ঠিত হবে। জনগন মুক্তি পাবে। কিন্তু আ’লীগ সরকার যা করে গেছে এখন আর একটি দলের নেতা- কর্মীরা এসে সে কাজটিই করছে। দেশ থেকে ফ্যাসিবাদ নির্মুল হয়নি। চাঁদাবাজি, দুর্নীতি, জুলুমের হাত বদল হয়েছে। সেই চাঁদা বাজি, দুর্নীতি, জুলুম এখনও চলছে।দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি।
দিনাজপুরের ফুলবাড়ী সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গন সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি বলেন, ক্ষমতার পালাবদলে হাজারো শাসক দেখেছি, অনেক দলের শাসন দেখেছি। কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ফলে হতভাগা জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। এই জন্য দায়ী জাহেলি সমাজ ব্যাবস্থা ও অসৎ, নীতিহীন কায়েমী স্বার্থবাদী নেতৃত্ব।
খেলাফতব্যবস্থা প্রমান করেছে ইসলামের বাহিরে কোন মত ও পথ মানুষকে সমতা ও ন্যায্যতা দিতে পারে না । ইসলামী শাসন ব্যবস্থা একমাত্র সার্বজনীন স্থায়ী শান্তি ও মুক্তির পথ। শায়খে চরমোনাই বলেন, আপনার ভোটের মধ্যেমে যে নির্বাচিত হয়ে চুরি, দুর্নীতি, জুলুম করবে। জনগনের হক নষ্ট করবে এসবের দায় ও জীম্মা আপনাকে গ্রহণ করতে হবে। তাই কাকে ক্ষমতাই বসাবেন সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
ছাত্র – জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে, ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে- আয়োজিত গন সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাও. গাজী আতাউর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, যে দলগুলির নেতাকর্মীরা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজীর জন্য দলের ক্ষমতা ব্যবহার করছে। দেশ ও জনগন তাদের কাছে নিরাপদ নয় । ইসলামী আদর্শের নেতৃত্ব জনগনের জন্য সবচেয়ে নিরাপদ, দেশের জন্য নিরাপদ। আমরা গুণগত নিরাপত্তা চাই, জনগনের নিরাপত্তা চাই। জনগনের জীবন, জান, মাল, সম্মানের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
২১ ডিসেম্বর বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সেক্রেটারি মো.আমিরুজ্জামান পিয়াল, দিনাজপুর দক্ষিন জেলার সভাপতি ডা. নুর আলম ছিদ্দিক।এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।