‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর
আসছে ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে নিরব অভিনীত ‘গেম রিটার্নস’। খবরটিও ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করলেন নায়ক নিজেই। ‘গেম রিটার্নস’ পরিচালনা করেছেন রয়েল খান।
রোনিও মাল্টিমিডিয়া প্রযোজিত ‘গেইম রিটানর্স’ ছবিতে নিরবের সঙ্গে দেখা যাবে তমা মির্জা ও লাবণ্য লি’কে। এর আগে আনকাট সেন্সর ছাড়পত্র পায় ‘গেম রিটার্নস’। গত ৫ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়।
ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডনসহ অনেকে। ত্রিভুজ প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিত ‘গেম রিটার্নস’ ছবির সংলাপ ও কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।
নিরব বলেন, ‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর। ছবিতে দর্শকদের জন্য থাকবে অ্যাকশন-থ্রিলার। সেই সঙ্গে প্রেম-ভালোবাসাও ফুটে উঠবে। এককথায় চমৎকার গল্পে নির্মিত হয়েছে ছবিটি। ছবিটি সবশ্রেণির দর্শকের কাছে ভালো লাগবে।
২০১৫ সালের ২ জানুয়ারি রয়েল খান পরিচালিত গেম ছবি মুক্তি পায়। সাফল্যের ধারাবাহিকতায় এবার একই নির্মাতা নির্মাতা করছেন গেম রিটার্নস।