হালেপ-ভজনিয়াৎস্কি ফাইনালে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
রোমাঞ্চকর এক লড়াইয়ে আঞ্জেলিক কেরবারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের এককের ফাইনালে উঠেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রোমানিয়ার সিমোনা হালেপ। শিরোপা নির্ধারণী ম্যাচে তার প্রতিপক্ষ ডেনমার্কের কারোলিন ভজনিয়াৎস্কি।
প্রথম বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠলেন এই দুই খেলোয়াড়।
মেলবোর্ন পার্কে বৃহস্পতিবার সেমি-ফাইনালে ২০১৬ সালের চ্যাম্পিয়ন কেরবারকে ৬-৩, ৪-৬, ৯-৭ গেমে হারান হালেপ।
মাত্র ৭০ মিনিট স্থায়ী শেষ চারের অপর ম্যাচে অবাছাই বেলজিয়ামের এলিসে মের্টেন্সকে ৬-৩, ৭-৬ গেমে হারান দ্বিতীয় বাছাই ভজনিয়াৎস্কি।
এই নিয়ে তৃতীয় বারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।
শনিবারের ফাইনালে জিতলে হালেপকে সরিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরবেন ভজনিয়াৎস্কি।