January 13, 2025, 3:44 pm

সংবাদ শিরোনাম

বেনজেমাকে দুয়ো না দিতে জিদানের আহ্বান

বেনজেমাকে দুয়ো না দিতে জিদানের আহ্বান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চোট কাটিয়ে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ফেরার ম্যাচে দুয়ো শুনতে হয়েছিল করিম বেনজেমাকে। ভবিষ্যতে ফরাসি এই স্ট্রাইকারকে দুয়ো না দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। গত রোববার দেপোর্তিভোর বিপক্ষে ৭-১ গোলে জয়ের ম্যাচে ৬৪তম মিনিটে বোরহা মায়োরালের বদলি হিসেবে বেনজেমাকে নামান কোচ। মাঠে নামার সময় সান্তিয়াগো বের্নাবেউয়ের দর্শকরা হাততালি দিয়ে ফরাসি ফরোয়ার্ডকে অভ্যর্থনা জানায়।

তবে এরই মাঝে দুয়ো ও শিস দিতে শোনা যায়। চলতি মৌসুমে লিগে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলে মাত্র দুই গোল করেছেন বেনজেমা। তার এই ছন্দহীনতা মূলত সমর্থকদের ক্ষোভের কারণ। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় লেগানেসের বিপক্ষে কোপা দেল রে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগ খেলবে রিয়াল।

এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জিদান বলেন, সে যখন ফিরল তখন তাকে দুয়ো দেওয়াটা ভালো দেখায় না। সে শুধু আমাদের সঙ্গে মাঠে নামাটাই উপভোগ করে। তাই তাকে ফিরে পাওয়াটা দারুণ।

কিন্তু ফেরার সময় তাকে দুয়ো শুনতে দেখাটা ভালো নয়। এটা তার সঙ্গে ঘটেছে এবং অন্যান্যের সঙ্গেও হতে পারে। “সমর্থকদের কাছে আমাদের যা প্রয়োজন সেটা হলো আমাদের পাশে তাদের থাকা। অবশ্যই তার অধিকার আছে; তারা অর্থ খরচ করেছে, তাই তাদের মতামত থাকবে। কিন্তু আমি চাই, ৯০ মিনিট সমর্থকরা আমাদের পাশে থাকুক।

Share Button

     এ জাতীয় আরো খবর