January 13, 2025, 12:25 pm

সংবাদ শিরোনাম

নেইমার রোনালদোর সঙ্গে মানিয়ে নিতে পারবে রিয়ালে

নেইমার রোনালদোর সঙ্গে মানিয়ে নিতে পারবে রিয়ালে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নেইমার রিয়াল মাদ্রিদে নাম লেখালে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে মানিয়ে নিয়ে তার খেলতে না পারার কোনো কারণ দেখছেন না ক্লাবটির সাবেক ফরোয়ার্ড প্রেদ্রাগ মিয়াতোভিচ।

গুঞ্জন উঠেছে, পিএসজি ছেড়ে সান্তিয়াগো বের্নাবেউয়ে নাম লেখাতে পারেন গত অগাস্টে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসে পাড়ি জমানো নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ডের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের যোগাযোগ আছে বলেও অনেকের দাবি।

রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জনও আছে। পাঁচবারের বর্ষসেরা এই ফরোয়ার্ড নাকি যেতে পারেন পিএসজিতে।

তবে রিয়ালে রোনালদো ও নেইমার দুই জনকেই একসঙ্গে দেখতে চান ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ী মিয়াতোভিচ। নেইমার বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে যেভাবে খেলেছেন রোনালদোর সঙ্গেও সেভাবেই খেলতে পারবে বলে বিশ্বাস তার।

“ব্যক্তিগতভাবে, খেলোয়াড় হিসেবে আমি নেইমারকে পছন্দ করি। তার মধ্যে জাদু আছে। রিয়াল মাদ্রিদের অনেক সমর্থক বা প্রায় সবার মন জয় করতে পারবে সে।”

“তাকে যদি নেওয়ার করার সুযোগ থাকে, আমি হব এতে সায় দেওয়া প্রথম ব্যক্তি। তবে আমি জানি না, এটা সম্ভব কি-না। তবে নেইমার যদি মেসির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে, তাহলে রোনালদোর সঙ্গে মানিয়ে নিতে না পারার কোনো কারণ নেই।”

 

Share Button

     এ জাতীয় আরো খবর