October 18, 2024, 10:08 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

ওয়ার্ন কোচ হতে আগ্রহী স্মিথদের

ওয়ার্ন কোচ হতে আগ্রহী স্মিথদের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ান কোচ ডারেন লেম্যানের ঘোষণার একদিন পরেই স্মিথদের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন অসি কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন। জাতীয় দলে কোচের পদে লেম্যানের উত্তরসূরি হতে চান কিংবদন্তি লেগ-স্পিনার৷

২০১৯ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন লেহম্যান। সোমবার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সফল অসি কোচ। আর মঙ্গলবার কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করে ওয়ার্ন বলেন, ‘আমি যে কোনও দেশের কোচ হতে চাই৷ অবশ্যই অস্ট্রেলিয়াকে কোচিং করানোর সুযোগ পেলে ভালো। তবে জাতীয় দল ছাডা়ও অস্ট্রেলিয়ার সাপ্লাই-লাইন তুলে আনার ক্ষেত্রেও আমি কাজ করতে চাই।’

দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া কিংবদন্তি লেগ-স্পিনার আরও জানান, ‘এখন প্রচুর ভালো কোচ রয়েছে। ব্যাটিং ও বোলিং কোচ হিসেবেও অনেকে ভালো কাজ করছে। প্রস্তাব পেলে ভেবে দেখব। লেম্যান গুডবাই বললে আমি দায়িত্ব নিতে রাজি।’

ওয়ার্নের কোচিং অভিজ্ঞতা নতুন নয়। ২০০৭ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের হয়ে কোচের দায়িত্ব সামলেছেন ওয়ার্ন। ২০১৪ বাংলাদেশে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের মেন্টর হিসেবে কাজ করেছেন কিংবদন্তি এই লেগ-স্পিনার। এ ছাড়া আইপিএল-এ রাজস্থান রয়্যালসে কোচ-ক্যাপ্টেনের ভূমিকায় দেখা গিয়েছে ওয়ার্নকে। তবে লেম্যানের উত্তরসূরি হিসেবে তাঁকে লড়তে হবে অস্ট্রেলিয়ার সহকারি কোচ ডেভিড সকার এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে।

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর