January 12, 2025, 4:56 am

নিউজিল্যান্ডকে ২৪৯ রানে আটকে দিলেন লাকমল

নিউজিল্যান্ডকে ২৪৯ রানে আটকে দিলেন লাকমল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গল টেস্টের দ্বিতীয় ৪৬ রান যোগ করতেই অলআউট নিউজিল্যান্ড। ফলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়াল ২৪৯। আগের দিনের ৮৬ রানে অপরাজিত থাকা রস টেইলর আর কোনো রান যোগ না করেই সুরাঙ্গা লাকমলের বলে নিরোশান ডিকভেলার কাছে ক্যাচ দেন। লাকমল কিউইদের বাকি পাঁচ উইকেটের চারটিই নিজের করে নেন।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ২০৩ করা নিউজিল্যান্ড ফের ব্যাটিংয়ে নামে। তবে আগের দিনের আকিলা ধনাঞ্জয়ার পর এদিন শ্রীলঙ্কার বোলারদের মধ্যে একাই দাপট দেখান পেসার লাকমল। একে একে তুলে নেন টেইলর, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট ও এজাজ প্যাটেলকে। টিম সাউদি রান আউটের শিকার হন।

টেইলর ১৫৫ বলে ৬টি চারে সেই ৮৬ রানেই আউট হন। সাউদি ১৪ ও বোল্ট ১৮ রান করেন। আর উইল সামালভিল ৯ রানে অপরাজিত থাকেন। আকিলা প্রথম দিনে কিউইদের পাঁচ উইকেটের সবকটিই তুলে নিয়েছিলেন। আর দ্বিতীয় দিন পিচে আগুন ছড়ালেন লাকমল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৯ ওভারে বিনা উইকেটের ২২ রান করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর