খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র্যাব–৬ অভিযান চালিয়ে ২২জন দালালকে আটক করেছে। আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদ– দেওয়া হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ অভিযান। এ সময় ২০জন নারী ও দু‘জন পুরুষ দালালকে আটক করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র্যাব–৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, সরকারি হাসপাতাল থেকে অসহায় রোগিদের মিথ্যা তথ্য দিয়ে বাইরের বেসরকারি ক্লিনিকে নিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় দালালদের এ চক্রটি। হাসপাতালের আশপাশের ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের কর্মী এসব দালালরা বলে জানান তিনি।