January 14, 2025, 4:34 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাকিস্তান ক্রিকেট প্রধানের পদত্যাগ

পাকিস্তান ক্রিকেট প্রধানের পদত্যাগ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট কমিটির প্রধান মহসিন খান সরে দাঁড়িয়েছেন করেছেন। সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরমেন্স নিয়ে সমালোচনার মধ্যে মহসিন খানের সরে দাঁড়ানোর এই ঘটনা ঘটল। এতে পাকিস্তান ক্রিকেটের সঙ্কট আরও ঘনীভূত হলো।

পিসিবি চেয়ারম্যান এহসান মানির সঙ্গে বৈঠকের পর পদত্যাগের ইচ্ছার কথা জানান মহসিন খান। এহসান মানিকে উদ্ধৃত করে বলা হয়েছে, মহসিনের মতো একজন মেধাবী কর্মকর্তার চলে যাওয়ার সিদ্ধান্তটা সত্যি কঠিন। তবে আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।তার স্থলে পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খানকে নিয়োগ দেয়া হবে।

জ্ঞপ্তিতে মহসিন খানকে উদ্ধৃত করে বলা হয়, পিসিবির চেয়ারম্যান এহসান মানির প্রতি সত্যি আমি কৃতজ্ঞ। কারণ পিসিবির ক্রিকেট কমিটির মতো প্রধানের মতো সম্মানজনক দায়িত্ব পালনের সুযোগ তিনি দিয়েছিলেন। আমার অতীত কর্মের উপর ভিত্তি করে পাকিস্তান ক্রিকেটের জন্য যে কোনো অবদান রাখতে আমি সবসময় প্রস্তুত।

গত অক্টোবরে ক্রিকেট কমিটি গঠন করে মহসিন খানকে সেই কমিটির প্রধান করা হয়। কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল হক।

Share Button

     এ জাতীয় আরো খবর