January 11, 2025, 11:58 pm

সংবাদ শিরোনাম
মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মুলারের রেকর্ড স্পর্শ মেসির

মুলারের রেকর্ড স্পর্শ মেসির

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করে দারুণ এক রেকর্ড ছুঁয়েছেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কোনো এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করা জার্ড মুলারের কীর্তিতে ভাগ বসিয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

রোববার রাতে লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে ২-০ ব্যবধানে জিতে বার্সেলোনা। লুইস সুয়ারেসের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করা গোলে প্রায় চার দশকের পুরনো রেকর্ডটি স্পর্শ করেন মেসি।

১৯৬৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়ে ৫৭২ ম্যাচে ৫২৫ গোলের রেকর্ডটি গড়েছিলেন ওই সময়ের পশ্চিম জার্মানির স্ট্রাইকার মুলার। ৬০৫ ম্যাচে সমান সংখ্যক গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক।

দারুণ ছন্দে থাকা মেসি এবারের লিগে সর্বোচ্চ ১৪ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তার গোল ১৮টি।

ক্রীড়া উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার তথ্যমতে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৪৯ গোল করেছেন বার্সেলোনা তারকা।

বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি ৩৬২ গোল করে লা লিগার গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। তার পিছনে আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।

তবে চ্যাম্পিয়ন্স লিগের গোলদাতার তালিকায় ১১৪ গোল নিয়ে সবার উপরে আছেন রোনালদো। এখানে মেসির গোল দ্বিতীয় সর্বোচ্চ ৯৭টি।

Share Button

     এ জাতীয় আরো খবর