ইংল্যান্ড পাকিস্তানের হতাশা বাড়াতে চায়
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে আগামীকাল ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তান। ব্যাটিং স্বর্গ হিসেবে বিবেচিত ট্রেন্ট ব্রিজের এ মাঠেই এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। তবে গত শুক্রবার এ মাঠেই নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনকভাবে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তান দল। নটিংহ্যামের ব্যাটিং সহায়ক পিচে ক্যারিবিয়দের সুশৃংখল বোলিং তোপে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেছে উপমহাদেশের দলটি। অথচ এখানেই পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে তিন উইকেটে ৪৪৪ এবং ২০১৮ সালে ছয় উইকেটে ৪৮১ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড।
তাছাড়া এ মাঠেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিমাল ব্যবধানে হারানো ইংল্যান্ড আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ফাস্ট বোলার মার্ক উডকে পুনরায় দলে ডাকতে পারে। শট পিচ বলে পাকিস্তানের দুর্বলতার বিষয়টি বিবেচনা করে ফাস্ট বোরার জোফরা আর্চারের সঙ্গে জুটি হিসেবে উডকে রাখতে পারে ইংল্যান্ড।
ইংল্যান্ড সহকারী কোচ গ্রাহাম থর্প বলেন,‘ বুধবার ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচে কি ঘটেছে সে বিষয়ে আমরা অবগত আছি।’
ইংল্যান্ডের সাবেক এ ব্যাটসম্যান আরো বলেন,‘ ওয়েস্ট ইন্ডিজ খুবই ভাল বোলিং করেছে, দেখে মনে হয়েছে তারা পাকিস্তানকে ঘিরে রেখেছে। সত্যি বললে আমি মনে করি এটা(উডের অন্তর্ভুক্তি) আলোচনা করা হবে।’
বাঁ-পায়ের দীর্ঘ দিনের ইনজুরিটা যাতে আবার দেখা না দেয় সেটা বিবেচনা করে মৗসুম শুরু থেকে উড এ পর্যন্ত মাত্র ১৩.১ ওভার বোলিং করেছেন।
তবে আর্চারের ন্যায় উডও ঘন্টায় ৯০ মাইল গতিতে বোলিং করতে সক্ষম হওয়ায় বিশ্বকাপ বিবেচনায় ইংল্যান্ড একটা ঝুঁকি নিতে পারে।
২০১৫ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই লজ্জাস্করভাবে বিদায় নেয়ার পর থেকে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। ফর্মের তুঙ্গে থাকা ইংলিশরা আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছে।
তবে আর্চারের বোলিং তোপে প্রোটিয়ারা খেই হারিয়ে ফেলার আগে ওভালে ফ্ল্যাট হওযা সত্বেও আগে ব্যাটিং করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১১ রান করতে পেরেছে স্বাগতিক ইংল্যান্ড।
ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে পাঁচশ রান করা একসময় অসম্ভব মনে হতো। তবে ইংল্যান্ড দলের সাম্প্রতিক রেকর্ড ভাঙ্গা ব্যাটিং দেখে মনে হচ্ছে আগামীকাল ট্রেন্ট ব্রিজে আগে ব্যাটিং করলে পাঁচ’শর কাছাকাছি তারা যেতে পারে।
সম্প্রতি ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে একটি সিরিজ পরাজয়সহ নিজেদের শেষ ১১টি ওয়ানডেতে পরাজিত হয় পাকিস্তান। তবে দলটির পেসার ওয়াহাব রিয়াজ শট পিচ বলকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন,‘ কেউ যদি বাউন্সার দিয়ে আমাদের ঘায়েল করতে চায়, তাতে আমাদের কোন সমস্যা নেই।
দল:
ইংল্যান্ড: ইয়োইন মরগান (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লানকেট, টম কারান, লিয়াম ডসন, মার্ক উড, আদিল রশিদ, জোফরা আর্চার, জো রুট।
পাকিস্তান: শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধি: ও উইকেটরক্ষক), ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, হারিস সোহেল, বাবর আজম, ইমাম উল হক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, ফখর জামান. শাদাব খান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।