মানসিকতাকে দুষছেন লঙ্কান অধিনায়ক
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
নিউ জিল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের জন্য মানসিকতাকেই দায় দিচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। দুষছেন ব্যাটসম্যানদের।
সোফিয়া গার্ডেন্সে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ১৩৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ছোট পুঁজি নিয়ে একদমই লড়াই করতে পারেনি তাদের বোলাররা। নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটিই শেষ করে দেয় ম্যাচ। বিশ্বকাপে ৫০ ওভারের ম্যাচে প্রথমবারের মতো দুইশ বল বাকি থাকতে কোনো ম্যাচ হারে শ্রীলঙ্কা।
উইকেটে ঘাস থাকায় নিউ জিল্যান্ডের পেসাররা খানিকটা সুবিধা পেয়েছিল বলে জানান করুনারত্নে। তবে মানসিকতা দিয়ে তা জয় করা যেত বলে মনে করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
“পিচে কিছুটা ঘাস থাকায় আমরা ব্যাক ফুটে ছিলাম। নিউ জিল্যান্ডের বোলিং আক্রমণ খুব ভালো। কিন্তু যখন কুশল পেরেরা ও আমি ব্যাট করছিলাম, তখন এত বেশি সিম ও সুইং ছিল না।”
“কন্ডিশনের চেয়েও বড় সমস্যাটা আমাদের মনে। তাদের কিছু দ্রুত গতির বোলিং ছিল, কিন্তু তা ছিল মাত্র কয়েকটা ওভার যা আমাদের জন্য এটা কঠিন করে তুলল। যদি আমরা কঠিন সময়টা কাটিয়ে দিতে পারতাম, আমরা আরও ভালো অবস্থায় থাকতে পারতাম।”