January 15, 2025, 10:02 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াবে

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াবে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ধারণা বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই স্বরূপে ফিরবে প্রোটিয়ারা।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার হারটা লজ্জারই। ওভালে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটের সামনে স্রেফ উড়ে গেছে প্রোটিয়ারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংÑতিন বিভাগেই ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। ফ্যাফ ডু প্লেসির দলের পেস বোলিংকে সেরা বলা যেতেই পারে। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানরা যেভাবে তাদের খেলেছেন, যেভাবে নাকাল করেছেন তাতে করে তাদের আত্মবিশ্বাস তলানিতে যেতেই পারে। হারটার মানসিক পীড়াও তো কম নয়। বাংলাদেশের প্রথম ম্যাচ এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। বাংলাদেশের সমর্থকেরা প্রোটিয়াদের এই অবস্থায় যদি স্বস্তি বোধ করেন, তাহলে তাদের কিছুটা আশাহতই করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি মনে করেন বাংলাদেশের বিপক্ষেই স্বরূপে ফিরবে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারের বাজে স্মৃতি ভুলে যেতেই বলছেন সৌরভ, ‘প্রথম ম্যাচে ফল দক্ষিণ আফ্রিকার পক্ষে যায়নি। তবুও তাঁদের অবশ্যই পরবর্তী ম্যাচে স্বরূপে ফিরবে। বড় পরাজয়ের ব্যথা ভুলে তাঁদের সামনে এগিয়ে যাবে। বিশ্বকাপ জেতাটা মুখ্য নয়, জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামাটাই মূল বিষয়।’

দক্ষিণ আফ্রিকা বরাবরের মতো এবারও শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপ মিশনে এসেছে। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহিরকে নিয়ে গড়া বোলিং আক্রমণ তাদের। দক্ষিণ আফ্রিকার বিশ্বমানের ব্যাটিং লাইনআপের নামগুলোও বেশ পরিচিত সবার। ফাফ ডু প্লেসি, হাশিম আমলা, এইডেন মার্করামরা নিজেদের দিনে প্রতিপক্ষের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের এই শক্তির ব্যাপারটিই মনে করিয়ে দিয়েছেন সৌরভ, ‘পরের ম্যাচে নিজেদের গুছিয়ে মাঠে নামতে হবে। নিজেদের সবকিছু দিয়ে লড়তে হবে। দক্ষিণ আফ্রিকা দলে প্রতিভার কোনো কমতি নেই। রাবাদা, এনগিডি দুর্দান্ত বোলার। ইমরান তাহির তো এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার।’

Share Button

     এ জাতীয় আরো খবর