ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
হ্যামিলটনে প্রথম দিন শেষে একটু কি পিছিয়ে পড়ল স্বাগতিক নিউজিল্যান্ড? শেষ বিকেলে নতুন বলে উজ্জীবিত বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলাররা। ২ উইকেটে ১৫৪ থেকে কিউইরা প্রথম দিন শেষ করেছে ৭ উইকেটে ২৮৬ রানে।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। কেমার রোচ ও মিগুয়েল কামিন্স ভালো বল করলেও কিছুটা খরুচে ছিলেন আরেক পেসার শ্যানন গ্যাব্রিয়েল। প্রথম ২০ ওভারে ৬৫ রানের ওপেনিং জুটি গড়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার জিৎ রাভাল ও টম লাথাম।
কামিন্সের বলে লাথাম আউট হয়ে গেলেও অধিনায়ক কেন উইলিয়ামসন ছিলেন অবিচল। রাভালের সঙ্গে ৮৯ রানের জুটিতে চা বিরতির আগে দেড় শ রানের কোটা পার করে কিউইরা। কিন্তু বিরতির ঠিক আগেই দ্রুত আউট হয়েছেন উইকেটে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের রান তখন ৩ উইকেটে ১৭৩। সর্বোচ্চ ৮৪ রান করে গ্যাব্রিয়েলের বলে আউট হয়েছেন রাভাল। উইলিয়ামসন করেছেন ৪৩।