January 11, 2025, 8:43 pm

সংবাদ শিরোনাম

হ্যামিল্টনে শেষ বিকেলেটা উইন্ডিজেরই

হ্যামিল্টনে শেষ বিকেলেটা উইন্ডিজেরই

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

হ্যামিলটনে প্রথম দিন শেষে একটু কি পিছিয়ে পড়ল স্বাগতিক নিউজিল্যান্ড? শেষ বিকেলে নতুন বলে উজ্জীবিত বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলাররা। ২ উইকেটে ১৫৪ থেকে কিউইরা প্রথম দিন শেষ করেছে ৭ উইকেটে ২৮৬ রানে।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। কেমার রোচ ও মিগুয়েল কামিন্স ভালো বল করলেও কিছুটা খরুচে ছিলেন আরেক পেসার শ্যানন গ্যাব্রিয়েল। প্রথম ২০ ওভারে ৬৫ রানের ওপেনিং জুটি গড়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার জিৎ রাভাল ও টম লাথাম।

কামিন্সের বলে লাথাম আউট হয়ে গেলেও অধিনায়ক কেন উইলিয়ামসন ছিলেন অবিচল। রাভালের সঙ্গে ৮৯ রানের জুটিতে চা বিরতির আগে দেড় শ রানের কোটা পার করে কিউইরা। কিন্তু বিরতির ঠিক আগেই দ্রুত আউট হয়েছেন উইকেটে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডের রান তখন ৩ উইকেটে ১৭৩। সর্বোচ্চ ৮৪ রান করে গ্যাব্রিয়েলের বলে আউট হয়েছেন রাভাল। উইলিয়ামসন করেছেন ৪৩।

Share Button

     এ জাতীয় আরো খবর