ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
জাপানে দশম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলের তরুণদের বিভাগে দ্বিতীয় হয়েছেন অর্নব শারার
শনিবার ওয়াকো সিটিতে ফাইনাল রাউন্ডে ২৪৯ দশমিক ৫ স্কোর গড়ে দ্বিতীয় হন অর্নব। চীনের ঝ্যাং চাংহং ২৫০ স্কোর গড়ে সোনা জেতেন।
কোয়ালিফিকেশনে ৬২০ দশমিক ৯ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন অর্নব।
১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের জুনিয়র ইভেন্টের ফাইনাল রাউন্ডে উঠতে পারেননি বাংলাদেশের প্রতিযোগী সাইদা হাসান। ৪০৪ দশমিক ৯ পয়েন্ট নিয়ে কোয়ালিফিকেশনে ২০তম হয়েছেন তিনি।