January 11, 2025, 7:42 pm

সংবাদ শিরোনাম

জাপানে এয়ার রাইফেলে অর্নবের রুপা

জাপানে এয়ার রাইফেলে অর্নবের রুপা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জাপানে দশম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলের তরুণদের বিভাগে দ্বিতীয় হয়েছেন অর্নব শারার

শনিবার ওয়াকো সিটিতে ফাইনাল রাউন্ডে ২৪৯ দশমিক ৫ স্কোর গড়ে দ্বিতীয় হন অর্নব। চীনের ঝ্যাং চাংহং ২৫০ স্কোর গড়ে সোনা জেতেন।

কোয়ালিফিকেশনে ৬২০ দশমিক ৯ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন অর্নব।

১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের জুনিয়র ইভেন্টের ফাইনাল রাউন্ডে উঠতে পারেননি বাংলাদেশের প্রতিযোগী সাইদা হাসান। ৪০৪ দশমিক ৯ পয়েন্ট নিয়ে কোয়ালিফিকেশনে ২০তম হয়েছেন তিনি।

 

Share Button

     এ জাতীয় আরো খবর