January 11, 2025, 9:36 pm

সংবাদ শিরোনাম
লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জিৎ রাভাল সর্বোচ্চ ৮৪ রান করেছেন ।

জিৎ রাভাল সর্বোচ্চ ৮৪ রান করেছেন ।

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মিডল অর্ডারের প্রধান ভরসা রস টেইলরকে ১৬ রানের বেশি করতে দেননি রোচ। হেনরি নিকোলসকে ১৩ রানে আউট করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়েছেন অভিষিক্ত বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার রেমন রেইফার।

১৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা স্বাগতিকদের ইনিংস দিশা পেয়েছে মিচেল স্যান্টনার ও কলিন ডি গ্রান্ডহোমের ৭৬ রানের জুটিতে। আগ্রাসী ব্যাটিং করেছেন গ্রান্ডহোম, ৬৩ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৫৮ রান তাঁর। অন্যদিকে, চেষ্টা করেছিলেন স্যান্টনার; ৭৩ বলে ২৪ রান করেছেন এই কিউই স্পিনার।

এই দুইয়ের জুটিতে স্বাগতিকেরা যখন বড় সংগ্রহের স্বপ্ন দেখছে, তখনই গ্যাব্রিয়েলের জোড়া আঘাত। ১০ রানের মধ্যে দুজনই আউট।

দিন শেষে উইকেটে আছেন উইকেটরক্ষক টম ব্লান্ডেল ও প্রথম টেস্টের ম্যাচ সেরা বোলার নিল ওয়াগনার। ৭৯ রানে ৩ উইকেট নিয়ে সেই গ্যাব্রিয়েলই ক্যারিবীয়দের সেরা বোলার।

৩৭ রানে ২ উইকেট নিয়েছেন কামিন্স। দ্বিতীয় দিনের শুরুতেই নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিতে ঝাঁপাবেন ক্যারিবীয় পেসাররা।

তবে উইকেটের গতি আর বাউন্সে চোখ চকচক করতে পারে টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের। পিচ রিপোর্ট যে বলছে, টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন উইকেট আরও গতিময় হয়ে উঠবে। সূত্র: ক্রিকইনফো

 

Share Button

     এ জাতীয় আরো খবর