July 27, 2024, 12:51 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রোহিঙ্গারা ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে : নাসিম

রোহিঙ্গারা ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে : নাসিম

 ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে রোহিঙ্গারা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় নাসিম এই মন্তব্য করেন। ডিআরইউ ও লায়ন্স ক্লাব অব ঢাকার উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় নাসিম বলেন, রোহিঙ্গাদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। কিন্তু তারা সঙ্গে করে ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে। আমরা চেষ্টা করছি যাতে এ রোগ বাংলাদেশে ছড়িয়ে না পড়ে। রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি শেখানো হচ্ছে, যাতে তারা জন্মনিয়ন্ত্রণ করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নাসিম বলেন, আগামী নির্বাচনের আর মাত্র এক বছর বাকি আছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। জনগণ যাকে ভোট দেবে, সেটাই আমরা মেনে নেব। জনগণের ওপর ভরসা রাখুন। সংবিধান অনুযায়ী আগামি নির্বাচন অনুষ্ঠিত হবে, শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। এটা একটা সেটেলড (নিষ্পত্তি হওয়া) বিষয়। এটা নিয়ে কথা বলে লাভ নেই। বিদেশিরাও একই কথা বলেছে। হরতালের বিরোধিতা করে নাসিম বলেন, এখন হরতাল মানুষ আর বিশ্বাস করে না। আমরাও যদি ভবিষ্যতে হরতাল দিই, তাহলেও মানুষ সমর্থন দেবে না। হরতাল করে কোনো লাভ নাই। ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।

Share Button

     এ জাতীয় আরো খবর