July 27, 2024, 2:50 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কলকাতা হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে ‘বন্ধন এক্সপ্রেস

কলকাতা হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে ‘বন্ধন এক্সপ্রেস
বেনাপোল থেকে এনামুল হক


খুলনা-কলকাতা রুটের প্রথম ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ ৫৩ জন যাত্রী ও ১৩ জন স্টাফ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে । বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছায় ট্রেনটি। ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষ করে সোয়া ১০ টার সময় ট্রেনটি খুলনার উদ্দেশে বেনাপোল ছেড়ে যায়।

ইমিগ্রেশন ওসি ওমর শরীফ বলেন, ‘১৩ জন স্টাফ ও ৫৩ যাত্রী নিয়ে বন্ধন এক্সপ্রেস ট্রেন সকাল পৌনে ১০টার সময় বেনাপোল স্টেশনে পৌঁছায়। শৃঙ্খলার সঙ্গে ইমিগ্রেশনের সব কাজ সম্পন্ন করা হয়। এরপর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। বিকালে ট্রেনটি খুলনা থেকে আবার কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার একই সময়ে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে। এই ট্রেনে ৪৫৬টি সিটের ব্যবস্থা রয়েছে। তবে যাত্রী পরিবহন শুরুর প্রথম দিন মাত্র ৫৩ জন যাত্রী নিয়ে ট্রেনটি বাংলাদেশে এসেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভিডিও করফারেন্সে গত ৯ নভেম্বর এই ট্রেনের উদ্বোধন করা হয়। তবে প্রথমদিন শুধু কর্মকর্তারাই ট্রেনে ভ্রমণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর