July 27, 2024, 10:19 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

এক ম্যাচেই স্টার্কের দুই হ্যাটট্রিক

এক ম্যাচেই স্টার্কের দুই হ্যাটট্রিক

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অ্যাশেজ শুরুর সময় এগিয়ে আসছে। ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ায় চলে গেছে কদিন আগেই। সিরিজের আগেই ইংলিশদের সতর্কবার্তা জানিয়ে রাখলেন মিচেল স্টার্ক। শেফিল্ড শিল্ডের এক ম্যাচেই বাঁহাতি ফাস্ট বোলার করেছেন দুটি হ্যাটট্রিক।

শেফিল্ড শিল্ডের পঞ্চম রাউন্ডে সিডনিতে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিনে হ্যাটট্রিক করেন স্টার্ক। হ্যাটট্রিক করেছিলেন তিনি প্রথম ইনিংসেও।

প্রথম ইনিংসে তিনটি ইয়র্কারে জেসন বেহরেনডর্ফ, ডেভিড মুডি ও সাইমন ম্যাকিনকে ফেরান স্টার্ক। দ্বিতীয় ইনিংসেও শেষ তিন উইকেট নিয়ে গুটিয়ে দেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে। এই হ্যাটট্রিকেও তার শিকারের মধ্যে ছিলেন বেহরেনডর্ফ ও মুডি, তৃতীয় শিকার জোনাথন ওয়েলস।

অধিনায়ক স্টিভেন স্মিথ অ্যাশেজের আগে গা গরম করেছেন দুই ইনিংসে ৭৬ ও ১২৭ রান করে। নিউ সাউথ ওয়েলস ম্যাচ জিতেছে ১৭১ রানে।

প্রথম শ্রেণির ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে একই ম্যাচে দুই হ্যাটট্রিক স্টার্কের আগে করতে পেরেছেন মাত্র সাত জন। সবশেষটি ছিল সেই ১৯৭৮-৭৯ মৌসুমে। মুলতানে কম্বাইন্ড দলের হয়ে ইন্ডিয়ান্স দলের বিপক্ষে করেছিলেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার আমিন লাখানি।

আগের সাত জনের দুই জন আবার জোড়া হ্যাটট্রিক করেছেন একই ইনিংসে। ১৯০৭ সালে লর্ডসে মিডলসেক্সের আলবার্ট ট্রট এক ইনিংসে দুই হ্যাটট্রিক করেছিলেন সমারসেটের বিপক্ষে। এর মধ্যে একটিতে নিয়েছিলেন টানা চার বলে উইকেট!

১৯৬৩-৬৪ মৌসুমে ভারতে অমৃতসরে নর্থ পাঞ্জাবের বিপক্ষে এক ইনিংসে দুই হ্যাটট্রিক করেছিলেন সার্ভিসেস দলের জোগিন্দর রাও। ট্রটের মত টানা চার বলে উইকেট না পেলেও এই পেসার চার উইকেট পেয়েছিলেন পাঁচ বলে।

Share Button

     এ জাতীয় আরো খবর